জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাগেরহাট- আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি নারী ধর্ষণ, অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করেছে। তারা প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। হত্যা করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যকে। জীবন্ত অগ্নিদগ্ধ করেছে নিরীহ বাসের হেলপারকে। নি:শ্ব করেছে সামান্য আয়ের বাস মালিককে। পিতৃহারা করেছে শিশুসন্তানকে। ওরা নৈরাজ্য করে দেশকে পেছনের দিকে ফিরিয়ে নিতে চায়। বিদেশীদের উপদেষ্টা সাজিয়ে জনগণকে বোকা বানাতে ষড়যন্ত্র করেছিলো সে ষড়যন্ত্র ধরা পড়ে যাওয়ায় দেশবাসির কাছে এখন প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে বিএনপি। এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র করে বর্হিবিশ্বে দেশের সম্মান ক্ষুন্ন করেছে। তিনি বলেন, শিশু সন্তানকে পিতৃহারা, সংবিধানকে অবমাননা করা বিএনপিকে জাতি ক্ষমা করবে না। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যকে আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিনভাবে প্রতিহত করবে। আর বিচারপতির বাসভবনে হামলা করায় সংবিধানকে অসম্মান করা হয়েছে। এজন্যে ওদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
গতকাল সোমবার বিকাল ৪টায় মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোল্লাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহীনুল আলম ছানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অন্যানের মধ্য বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা ওয়ালিউজ্জ জামান, চেয়ারম্যান সাইফুল ইসলাম, চেয়ারম্যান রেজাউল কবির, মোল্লা হায়দার আলী, মোহন আলী বিশ্বাস, নাসির শিকদার, চেয়ারম্যান উজির আলী শিকদার, চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, চেয়ারম্যান রফিকুল ইসলাম, আবুল বাশার মোল্লা, চেয়ারম্যান মনিরুজ্জামান মিয়া, চেয়ারম্যান মনোরঞ্জন বালা, অধ্যক্ষ এল এ জাকির, সেলিম রেজা, ফজলে এলাহি লেবিন সহ ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় খুলনার জনসভা সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
Leave a comment