অজয় দেবগন অভিনীত ‘সিংঘাম’ সিনেমার কথা সবারই মনে আছে। ২০১১ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় নির্মাতা রোহিত শেঠি তিন বছরের মাথায় নিয়ে আসেন চলচ্চিত্রটির দ্বিতীয় কিস্তি ‘সিংঘাম রিটার্নস’। এই সিনেমার সাফল্যও ছিল দেখার মতো।
তবুও আর পরবর্তী সিকুয়েল নিয়ে হাজির হননি রোহিত। ওদিকে ২০১৪ থেকেই তৃতীয় কিস্তির জন্য মুখিয়ে আছেন ‘সিংঘাম’ অনুরাগীরা। এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। শিগগিরই আসছে ‘সিংঘাম-৩’। এ খবর দিয়েছেন নির্মাতা নিজেই।
ভারতীয় সংবাদমাধ্যমকে রোহিত জানান, খুব তাড়াতাড়ি আসছে ‘সিংঘাম-৩’। এরইমধ্যে চলচ্চিত্রটির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। এ সময় সিনেমাটি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী এই নির্মাতা দাবি করেন, ‘সিংঘামে’র তৃতীয় কিস্তি প্রচুর সাফল্য অর্জন করবে। এর কাছে উড়ে যাবে আগের সব ছবির রেকর্ড।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন পর্দার ‘সিংঘাম’ অজয় দেবগন। সেখানেও মিলেছে সিনেমাটির সিকুয়েলের ইঙ্গিত। ভিডিওটি দেখে বেশ উচ্ছ্বসিত অজয় অনুরাগীরা। তবে নির্মাতা জানিয়েছেন সিনেমাটির শ্যুটিং শুরু হবে ২০২৩ সালে। তাই আপাতত অজয় অনুরাগীদের এই উচ্ছ্বাসকে পুষে রাখতে হচ্ছে।
পি এস/এন আই