ছাত্র-ছাত্রীদের শিক্ষা, গবেষণা, দক্ষতা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে হা-মীম গ্রুপ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
রোববার সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সমঝোতার মাধ্যমে ডিআইইউ-এর শিক্ষার্থীরা ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ লাভের পাশাপাশি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধার পথ তৈরি করবেন। স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থীদের চাকরি প্রদানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি চাকরি চলাকালীন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে এই সমঝোতা স্মারকে।
অনুষ্ঠানে ডিআইইউ-এর পক্ষে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের (সিডিসি) পরিচালক ড. তানভীর আবির এবং উপ-পরিচালক মো. সামছুদ্দোহা। আরও উপস্থিত ছিলেন, ড্যাফোডিলের বস্ত্রপ্রকৌশলী বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক তানভীর আহমেদ চৌধুরী।হা-মীম গ্রুপের পক্ষে হিউম্যান রিসোর্সেস কনসালটেন্ট ড. এ কে এম উলফাত হুসাইন এবং ম্যানেজার (এইচআর) উম্মে আফিয়া আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করবে এবং ডিআইইউ-এর শিক্ষার্থীদের জন্য পেশাগত উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করবে।