যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কৃষ্ণসাগরীয় নৌ-নিরাপত্তা চুক্তি কার্যকর করতে কয়েকটি শর্ত পূরণ করা প্রয়োজন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। একই সঙ্গে রাশিয়া করেছে, পূর্ববর্তী চুক্তিতে মস্কোর প্রয়োজনীয়তাগুলো উপেক্ষিত হয়েছিল। খবর রয়টার্সের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে পৃথক দুটি চুক্তি করেছে। এতে কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি এবং জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছে উভয় পক্ষ। ওয়াশিংটন এসময় মস্কোর ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করবে বলেও জানিয়েছে।
যদিও রাশিয়ার খাদ্য ও সারের রপ্তানির ওপর সরাসরি পশ্চিমা নিষেধাজ্ঞা নেই। তবে মস্কো দাবি করছে যে, অর্থপ্রদান, সরবরাহব্যবস্থা ও বিমা সংক্রান্ত বিধিনিষেধ তাদের রপ্তানিতে বাধা সৃষ্টি করছে। রাশিয়া চায়, তাদের রাষ্ট্রীয় কৃষি ব্যাংক রসসেলখোজ ব্যাংককে আবারো আন্তর্জাতিক অর্থপ্রদান পদ্ধতি সুইফ্টের সঙ্গে সংযুক্ত করা হোক। এই বিষয়সহ অন্যান্য শর্ত পূরণের জন্য ইউরোপীয় দেশগুলোর সম্মতির প্রয়োজন হতে পারে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, কৃষ্ণসাগর শস্য উদ্যোগটি কার্যকর হবে যখন কিছু শর্ত পূরণ করা হবে। এগুলো সেই একই শর্ত যা আগের কৃষ্ণসাগর উদ্যোগে অন্তর্ভুক্ত ছিল… ওই সময় রাশিয়া সংক্রান্ত শর্তগুলো ছাড়া বাকি সব পূরণ করা হয়েছিল। তাই এবার অবশ্যই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং আমরা আমেরিকানদের সঙ্গে কাজ চালিয়ে যাব।
২০২২ সালে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সম্পাদিত চুক্তি থেকে ২০২৩ সালে সরে আসে রাশিয়া। মস্কোর অভিযোগ, চুক্তির শর্তানুযায়ী তাদের খাদ্য ও সারের রপ্তানিতে বাধাগুলো দূর করা হয়নি।