সুন্দরবন পূর্ব বিভাগের বনরক্ষীরা শুক্রবার বিকেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার মধ্য সোনাতলা গ্রাম থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার করেছে। বন সংলগ্ন ওই গ্রামের সুমন মুন্সীর বসত ঘরের মাঁচা থেকে চামড়া দুটি উদ্ধার হলেও তাকে পাওয়া যায়নি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মৃত ছোমেদ মুন্সীর ছেলে সুমন মুন্সীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘরের মাচার ওপরে ভাজ করা অবস্থায় হরিণের দুটি চামড়া পাওয়া যায়। এ সময় সুমনকে বাড়িতে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সুমন মুন্সীর মা রোকেয়া বেগম তার ছেলেকে নির্দোষ দাবী করে বলেন, প্রতিবেশী সোহাগ মল্লিকের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন দ্ব›দ্ব চলছে। তারাই ষড়যন্ত্র করে গোপনে তাদের ঘরে চামড়া দুটি রেখে যেতে পারে।
Leave a comment