শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১লা বৈশাখ বাংলা বর্ষবরণ করা হয়েছে । এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন , শরণখোলা সরকারী কলেজ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আনন্দ র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সকাল ৯ টায় শরণখোলা উপজেলার নবাগত নির্বাহী কর্মকতা নুর ই আলম সিদ্দিকীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাব চত্বরে শেষ হয় ।
এ খানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার প্রতিক্রিয়ায় সকলকে নব বর্ষের শুভেচ্ছা জানিয়ে, দেশের সুখ ও সমৃদ্ধি অর্জনের ধারাবাহিকতা রক্ষায় সকল কে ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান।
শরণখোলা সরকারী কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকিরে নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে অনুরুপ আনন্দ র্যালী শেষে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বর্ষ বরণের খবর পাওয়া গেছে ।
Leave a comment