শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলার হোগলপাতি গ্রামে পানিতে ডুবে শিশু ইয়াসিনের (৪) মর্মান্তিক মৃত্যু হয়েছে । বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার কারনে পাশ^বর্তী এক শিশুর সাথে খেলতে খেলতে সে পুকুরে পড়ে যায় বলে শিশুটির মা দুলিয়া খাতুন জানান । অপরদিকে, পানিতে ডুবে মৃত্যুর তথ্যের সাথে উদ্ধারকৃত শিশুর লাশের কিছু অসঙ্গতির থাকায় এ মৃত্যু নিয়ে কিছুটা রহস্য দেখা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে ।
সংশ্ষ্টি ওয়ার্ডের ইউপি সদস্য তপু বিশ^াস জানান, ঐ গ্রামের সৌদি প্রবাসী কবির মালের স্ত্রী দুলিয়া খাতুন তার শিশু পুত্র ইয়াসিন কে প্রতিবেশী এক শিশুর সাথে খেলা করতে দেখে পাশের বাড়িতে যায়। ফিরে এসে ইয়াসিন কে না দেখে তার মা প্রতিবেশী ওই শিশুর কাছে জিজ্ঞাসা করলে ইয়াসিন পুকুরে পড়েছে বলে শিশুটি জানায়। এ সময় মায়ের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুকুর থেকে ইয়াসিন কে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. এস এম ফয়সাল আহমেদ বলেন, পানিতে ডুবে মৃত্যুর পর সাধারনত যেসব লক্ষন থাকে এই শিশুটির সাথে তার কিছু অসঙ্গতি থাকায় বিষয়টি তাৎক্ষনিক ভাবে থানা পুলিশ কে অবহিত করা হয়েছে ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, খবর পেয়ে শিশু ইয়াসিনের লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । পানিতে ডুবে মৃত্যুর পর সাধারনত যেসব লক্ষন থাকে এই শিশুটির সাথে তার কিছু অসঙ্গতি রয়েছে । এ কারনে তার মৃত্যু নিয়ে কিছুটা রহস্য সৃষ্টি হওয়ায় ময়না তদন্তের জন্য তার লাশ বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
Leave a comment