স্বামী ও আত্মহত্যা করেছিল একই ভাবে
শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় স্বামীর আত্মহত্যার দেড় বছর পর তার বিধবা স্ত্রী রুমানা আক্তার (২১) ও ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নলবুনিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের শাকিল হাওলাদারের বিধবা স্ত্রী রুমানা আক্তার তার স্বামীর মৃত্যুর পর একই গ্রামের দাদা বাড়িতে দাদী আলেয়া বেগমের কাছে আশ্রয় নেয়। বৃহস্পতিবার দুপুরে নাতি রুমানা কে বাড়িতে রেখে দাদী আলেয়া বেগম রান্নার জন্য পাশের বাড়িতে কলা তরকারি আনতে যায়। ফিরে এসে রুমানার কোন সাড়া শব্দ না পেয়ে দাদী খোজাখুজি শুরু করেন। এক পর্যায় ঘরের পাটাতনের দরজা খোলা দেখে তার সন্দেহ হলে সে ও পাটাতনের উপরে উঠে নাতি রুমানা কে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুমানার লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশীদ জানান, এখন থেকে দেড় বছর আগে রুমানার স্বামী শাকিল হাওলাদার একই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। রুমানার বাবা দ্বিতীয় বিয়ে করে সৌদীতে প্রবাস জীবনে আছেন। আর তার মা পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তার বাবার বাড়িতে থাকেন। তাই অনেকটা বাধ্য হয়েই রুমানা দাদীর কাছে থাকতেন।
শরণখোলা থানার নবাগত অফিসার ইন চার্জ একরাম হোসেন বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে ।