শরণখোলা প্রতিনিধি
শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) সকালে পরিষদের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস‘র ইনভলভ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত উন্মুক্ত অধিবেশনে পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন এই বাজেট ঘোষনা করেন।
এ সভায় এলাকার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউনিয়ন পরিষদের সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৫ কোটি ১৮ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকার বাজেট ঘোষনা করা হয়। এবারের বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।
এর মধ্যে রাজস্ব আয় ৫০ লাখ ৪৮ হাজার ৪৫০ টাকা এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা।
ইউপি সচিব মিজানুর রহমান জানান, উন্নয়ন খাতের ৪ কোটি ৬৮ লক্ষ টাকার মধ্য হতে প্রায় দুই কোটি ৫০ লক্ষ টাকা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাবদ খাদ্যশস্য বিতরণের ব্যয় হয়। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মধ্যম আয়ের দেশে পৌঁছাতে পারলে সম্পূর্ণ টাকা উন্নয়ন কাজে ব্যয় করা যেত।
এ সময় উন্নয়ন এর স্বার্থে খোন্তাকাটা ইউনিয়নের সকল জনসাধারণকে সরকারি ধার্যকৃত ইউপি ট্যাস্ক পরিশোধ করার আহবান জানান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন।