শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
১৫ নভেম্বর দক্ষিনাঞ্চলের মানুষের কাছে এক ভয়াল দিন। ২০০৭ সালের এই দিনে সুপার সাইক্লোন সিডরে শুধুমাত্র শরণখোলা উপজেলায় সহস্রাধিক লোক প্রান হারায়।
সে দিনের সর্বোচ্চ প্রাণ হারানো জনপদ সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রামে নিহত স্বজনদের স্মরণে বুধবার বিকালে স্মরণ সভা, দোয়া ও বলেশ্বর নদীর ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে নদী শাসনের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সমাজকর্মী ডাঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এসময় অন্যান্যের মধ্যে সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোকসেদ আলী, ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার ও সিডরে দুই সন্তান হারানো শোকার্ত পিতা দুলাল মিয়া বক্তৃতা করেন।
সভা শেষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন ৩৫/১ পোল্ডারে বেড়িবাঁধে ধ্বস ও অব্যাহত ভাঙ্গন প্রতিরোধে জরুরি ভিত্তিতে বলেশ্বর নদী শাসনের দাবিতে নানা শ্রেনী পেশার কয়েক শত মানব বন্ধনে অশ নেন।
পরে সিডরে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আঃ রহিম খান।