আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলা মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মটর সাইকেল দূর্ঘটনায় রায়েন্দা বাজার হাসপাতাল রোডের এক ঔষধ ব্যবসায়ী নিহত ও এক স্কুল শিক্ষক আহত হয়েছেন।
মোরেলগঞ্জ জিলবুনিয়া পীর সাহেবের বাড়িতে প্রথম রোজার ইফতার শেষে শরণখোলায় ফেরার পথে শুক্রবার রাতে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, তারা দু’জনই মোরেলগঞ্জ জিলবুনিয়া পীর সাহেবের অনুসারী। সেখানে প্রথম রোজার ইফতার শেষে শরণখোলায় ফেরার পথে মাঝি বাড়ি এলাকার সড়কে স্তুপকৃত বালি থাকায় তাদের মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। মুমূর্ষু অবস্থায় ঔষধ ব্যাবসায়ী আঃ রহিম খান ( ৪০)কে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সে উপজেলার পূর্বখাদা গ্রামের তোতাম্বর আলী খানের পুত্র।
তার সঙ্গে থাকা মঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিদারুজ্জামান বিপ্লব (৪২) কে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন জানান, আঞ্চলিক মহাসড়কের উপর বালির স্তুপকরে রাখায় এ দূর্ঘটনা ঘটেছে। এ সংক্রান্তে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।