ব্যাপক এলাকা বিলীন
নির্মাণাধীন বেড়িবাঁধ হুমকির মুখে আতংকে এলাকাবাসী
আসাদুজ্জামান মিলন, শরণখোলা
শরণখোলায় বলেশ্বর নদীতে আবারও ভাঙ্গন শুরু হয়েছে। সোমবার সকালে আকস্মিক ভাঙ্গনে সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় গাছপালাসহ প্রায় দুই বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের তীব্রতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন বেড়িবাঁধ হুমকির মুখে পড়েছে। নতুন করে আতংক দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।
সাউথখালী ইউনিয়নের গাবতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার বলেন, সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আকষ্মিকভাবে বলেশ্বর নদীর তীরের প্রায় দুই বিঘা জমি সহ বেশকিছু গাছপালা নদীতে বিলীন হয়ে যায়। আকষ্মিক এ নদী ভাঙ্গণে হুমকির মধ্যে রয়েছে নতুন নির্মীত পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। ভাঙ্গন থেকে ৬/৭ ফুট দুরে রয়েছে বেড়িবাধেঁর সিসি ব্লক। ভাঙন অব্যাহত থাকলে নব নির্মীত এই বেরিবাঁধ নদীতে বিলীন হয়ে যাবে বলে ঐ ইউপি সদস্য আশংকা ব্যাক্ত করেছেন।
গাবতলা এলাকার বাসিন্দা কালাম মোল্লা ও জহির খান বলেন, নতুন করে ভাঙ্গন দেখা দেওয়ায় আমরা আতংকে রয়েছি।
বর্তমানে বিশ্বব্যাংকের অর্থায়নে সাড়ে তিন’শ কোটি টাকা ব্যায়ে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। ৩ বছর মেয়াদী বেরিবাঁধ প্রকল্পের কাজ ৬ বছরে গড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়া কথা রয়েছে। কিন্তু নদী শাসন না করলে বেড়িবাঁধ নদী গর্ভে চলে যেতে পারে এই আশংকায় এলাকাবাসী দীর্ঘ দিন ধরে নদী শাসনের দাবিতে সোচ্চার রয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে বিভিন্ন সময় আশ্বাস দিলেও বাস্তবে তার কোন কিছুই দেখা যায়নি এমন অভিযোগ সংশ্লিষ্ট এলাকাবাসীর।
এ ব্যাপারে উপকূলীয় বেরীবাঁধ নির্মাণ প্রকল্পের ( সিইআইপি) খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, নতুন করে নদী ভাঙ্গনের খবর তার জানা নেই। শরণখোলায় তাদের লোক নিয়োজিত রায়েছে। তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা