শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকালে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে বিষয় ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সদরের আইডিয়াল ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান। সভায় অতিথি হিসাবে জাতির জনকের সংগ্রামী জীবন তুলে ধরে বক্তৃতা করেন, শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম ও আই টি কর্মকর্তা মাসুদ রানা।
বক্তারা বলেন, জাতিসংঘের অধিবেশনে শেখ মুজিব বিশ্বের শোষিত মানুষের পক্ষে তার অবস্থানের কথা জানান দিয়েছিলেন।
পরে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।