শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৬ষ্ঠ পর্যায়ে শরণখোলাসহ একযোগে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
এ উপলক্ষে শরণখোলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামিম, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম খোকন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, বাগেরহাট গণপূর্ত বিভাগের উপ সহকারি নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম,
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ খালেক,সহকারি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব,জাতীয় পার্টির সভাপতি গাজী বদরুজ্জামান আবু,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, রাজৈর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল আনোয়ারী, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল কবির কিসলু তালুকদার, উপ সম্পাদক মনির হোসেন তালুকদার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি হেলাল তালুকদার, তাতী লীগের সভাপতি জাকির হোসেন খান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জমাদ্দার, সহ বিভিন্ন মসজিদের ইমাম ও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।