আসাদুজ্জামান মিলন, শরণখোলা শরণখোলায় তেতুল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দেলোয়ার তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের রাশেদ তালুকদারের পুত্র। নিহতের স্ত্রী রাজিয়া বেগম জানান, তার স্বামী বাড়ির একটি তেতুল গাছে তেতুল পাড়ার সময় পা পিছলে নীচে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেডিকেল অফিসার ডাঃ কেয়া মনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার নামাজে জানাজা দক্ষিণ রাজাপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে। আসাদুজ্জামান মিলন শরণখোলা, বাগেরহাট।
You Might Also Like
সিনিয়র এডিটর
Leave a comment
সর্বশেষ
- Advertisement -


