লা লিগা থেকে নাম প্রত্যাহার করে নিতে চায় রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ পর্যায়ের অন্য কোন লিগে খেলার কথা ভাবছে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। সম্প্রতি জুড বেলিংহামকে লাল কার্ড দেখানোর ঘটনায় এমন সিদ্ধান্তের পথেই নাকি হাঁটছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ আউটলেট স্পোর্ত দিয়েছে এমন খবর। তাদের মতে, স্পেনের শীর্ষ পর্যায়ের ফুটবল ছেড়ে ইউরোপের বাকি চার শীর্ষ লিগের কোন একটিতে খেলার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা। সেক্ষেত্রে ইতালির সিরি আ, জার্মান বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান নাকি হতে পারে রিয়ালের সম্ভাব্য নতুন ঠিকানা।
তবে এক লিগ ছেড়ে অন্য লিগে যাওয়া বললেই যাওয়া নয়। তার জন্য অন্তত চারটি সংগঠনের অনুমতি নিতে হবে। লা লিগা ছাড়ার জন্য রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ছাড়পত্র নিতে হবে। এরপর যে লিগে খেলবে ওই লিগ কর্তৃপক্ষকে রাজি হতে হবে। সঙ্গে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নীতিনির্ধারক উয়েফার ছাড়পত্র নিতে হবে।
রিয়াল মাদ্রিদ গত লিগ ম্যাচে ওসাশুনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। যে কারণে লা লিগার শীর্ষস্থান হারিয়েছে তারা। ওই ম্যাচে ৩৭ মিনিটে জুড বেলিংহামকে সরাসরি লাল কার্ড দেন রেফারি। ইংলিশ ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ, রেফারিকে গালি দিয়েছেন তিনি।
তবে ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, রেফারি আসলে বেলিংহামের ইংরেজির যথাযথ অর্থ বুঝতে পারেননি। বেলিংহাম নিজের ওপরই বিরক্তি প্রকাশ করেছিলেন। অথচ রেফারি মনে করেছেন, তাকে গালি দিয়েছেন রিয়াল মিডফিল্ডার। যে কারণে দেখিয়ে দেন সরাসরি লাল কার্ড। গালি দিলে অবশ্য বেলিংহাম ৪ ম্যাচের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়তেন।