গত রবিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘মুখোশ’ সিনেমার টাইটেল গান। এ উপলক্ষে এক অনুষ্ঠানে ছবির নির্মাতা ইফতেখার শুভ জানালেন, ছবিটি আগামী ২১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। লম্বা বিরতি শেষে বড় পর্দায় আসা নিয়ে পরীমণি বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত যে আমাদের পরিশ্রমের ফসল দর্শকের সামনে আসছে। সবার তো একটা প্রত্যাশা থাকে, নতুন বছরে প্রিয়জনের কাছ থেকে কিছু উপহার পাবে। সবাইকে তো আর বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়া সম্ভব না। তাই মুখোশ ছবির চমৎকার টাইটেল গানটি আমার প্রিয় দর্শক-ভক্তদের জন্য উপহার। শুধু তাই নয়, ছবিটিও এ মাসেই মুক্তি পাচ্ছে। বলতে পারেন আমার তরফ থেকে ডবল গিফট।। নিজের উপন্যাস থেকে তিনি ছবিটি বানিয়েছেন। ছবিটি সরকারি অনুদানের জন্য মনোনীত হয়। তাই কাজটির প্রতি তার আলাদা দায়বদ্ধতা চলে এসেছিল। এজন্য পরিকল্পনা মতো কাজ না হয়ে যদি উনিশ বিশও হয়ে যেত, তিনি মুষড়ে পড়তেন। আমি তো অনেক নতুন ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। কিন্তু তার মতো এত আবেগপ্রবণ ডিরেক্টর দেখিনি। তিনি কীভাবে ছবিটি নিজের মধ্যে লালন করেছেন সেটা আমরা প্রতিটি শিল্পী কলাকুশলী বুঝতে পেরেছি।’
মুখোশ ছবিতে পরীমণি একজন ক্রাইম রিপোর্টার। নাম সোহানা সাবরিন। সাংবাদিকের চরিত্রে এর আগেও পরীমণি একটি ছবিতে অভিনয় করেছেন। নতুন চরিত্রটি কতটা আলাদা? চরিত্রের প্রস্তুতি কেমন ছিল? এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বপ্নজাল ছবিতে শুভ্রা চরিত্রটি করার পর থেকে আমি একটা জিনিস প্র্যাকটিস করে আসছি। সেটি হলো, কী চরিত্রে অভিনয় করছি সেটা কাউকে বলব না। শুধু চরিত্রের নাম বলব। এমনকি কোন চরিত্রের লুক কী, সেটাও আমি এখন আর ছবি মুক্তির আগে শেয়ার করতে চাই না। আমি চাই সুন্দর করে চরিত্রটি প্রেজেন্ট করতে, যাতে সারপ্রাইজটা থাকে। কিন্তু প্রশ্নজালে বিদ্ধ হয়ে এই ছবিতে কী চরিত্রে কাজ করছি তা বলতেই হলো। এখানে আমি ক্রাইম রিপোর্টারের চরিত্রই করছি। কিন্তু গল্প যেহেতু ভিন্ন, তাই চরিত্র দুটির বৈশিষ্ট্য, প্রেজেন্টশন, কাজকর্ম, কথাবার্তা সবই ভিন্ন। চেষ্টা করেছি দেশের ক্রাইম রিপোর্টারদের দেখে চরিত্রটি দাঁড় করানোর।’
এই ছবিতে পরীমণির সহশিল্পী মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, রোশানসহ অনেকে। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জানতে চাইলে পরীমণি বলেন, ‘মোশাররফ করিম প্রথমত আমার দেশি লোক! বরিশালের মানুষ জানেন, দেশি মানুষের প্রতি তাদের ফিলিংস কেমন হয়। যদিও এই সিনেমা করতে গিয়েই তার সঙ্গে আমার সেইভাবে পরিচয়। তিনি কত বড় মাপের অভিনেতা, সেটা হয়তো আমার বোধ করার দরকার ছিল, কিন্তু তিনি সেটা দেননি। আমরা একই গাড়িতে দীর্ঘ জার্নি করে শ্যুটিং স্পটে গিয়েছিলাম। তখনই আসলে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। তাই পরের দিন ক্যামেরার সামনে গিয়ে মনেই হয়নি আমি এত বড় একজন অভিনেতার সঙ্গে প্রথমবার কাজ করছি। কদিন আগে করলাম ‘গুনিন’ ছবিটি। বুঝতেই পারছেন, তার সঙ্গে আমার কাজের বোঝাপড়া কেমন। আর রোশানের কথা কীই-বা বলব। তার বড় পর্দায় যাত্রা শুরু আমার সঙ্গেই। সেই থেকে সে আমার খুব ভালো বন্ধু। চমৎকার একজন মানুষ। সুপারস্টার হওয়ার সব গুণাবলি তার মধ্যে আছে।’
২০২১ পরীমণির জীবনের অন্যতম স্মরণীয় বছর হয়ে থাকবে। বছরজুড়ে তাকে নানা চড়াই-উৎরাই পার হতে হয়েছে। নতুন বছরটাকে কীভাবে সাজাবেন তার পরিকল্পনা জানালেন তিনি, ‘আামি আসলে চাঁদে যাওয়ার মতো কোনো স্বপ্ন দেখি না। সাধারণত স্বপ্নই দেখি। খুব ইচ্ছা এ বছর দারুণ কিছু কাজ করার। অভিনয়ের মাধ্যমেই দর্শকের মন জয় করেছি, সামনেও তা-ই চাই।’
পিএস/এনআই