লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন অভিযোজন উদ্ভাবন কেন্দ্রের (সিসিএআইসি) অপারেশন ম্যানুয়াল বিষয়ে পরামর্শকারীদের কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরীর সিটি ইন হোটেলে এই কর্মশালার আয়োজন করা হয় ।কর্মশালায় জানানো হয়, লজিক প্রকল্প বাংলাদেশের খুলনা, বাগেরহাট, কুড়িগ্রাম, বান্দরবন, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ, পটুয়াখালি ও রাঙ্গামাটি জেলার কাজ করছে। আগামী ২০২৫ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। বিভিন্ন ইউনিয়ন পরিষদকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১১৯টি স্কিম হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ৪০ বিঘা জমি ক্রয়ের মধ্যে ইতোমধ্যে ১০ বিঘা জমি ক্রয় সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ১৬টি বিষয়ের ওপর ব্যবসা শুরু করা হয়েছে। এতে প্রায় ২৯ হাজার ইয়ুথ কাজ করছে। ৪২ হাজার ৫ শত মানুষকে অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে।
লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন লজিকের প্রতিনিধি রিফাত এবং বিশেষজ্ঞ শেখ ফয়সাল শাহ রিপন। এতে প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ সৈয়দ মাহবুব আলম। কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও, কমিউনিটি সংগঠন, উন্নয়ন সহযোগি সংগঠন ও কমিউনিটি লিডারগণ অংশ নেন।