অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা এমনই ছিল সমীকরণ। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ চার ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৪ রান। তবে হার রুখতে পারেনি যুবা টাইগাররা। গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে ৭ রানে হেরেছে তারা। বাংলাদেশকে রানার্স আপ বানিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে লঙ্কানরা। বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে গেল সেমিফাইনালে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই হয়েছে অলআউট। আল ফাহাদ, রিজান হোসেনের পেস তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পণ লঙ্কান ব্যাটারদের। তবে একা হাতে লড়াই চালিয়ে সেঞ্চুরি পাওয়া ভিমাথ দিনসারা দলের সংগ্রহ দুইশো ছাড়িয়ে দেন।
শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ১০৬ রানে ভিমাথ আউট হলে ২২৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বল হাতে ৫০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আল ফাহাদ। আরেক পেসার রিজান হোসেনের শিকার ৩ উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে থাকে শ্রীলঙ্কা।
জবাব দিতে নেমে কালাম সিদ্দিকির ৯৫ রানের ইনিংসে ভর করে সব সময়ই ম্যাচে ছিল বাংলাদেশ। ব্যক্তিগত ৩১ রানে দেবাশিষ দেবা যখন আউট হন তখন বাংলাদেশ লক্ষ্য থেকে ৫১ রান দূরে। ফরিদ হাসানের সামনে সুযোগ ছিল দলকে ম্যাচ জিতিয়ে নায়ক হওয়ার। তবে ২৯ বলে তার অপরাজিত ২৪ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
সেমিফাইনালে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেই হিসেবে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে আছে পাকিস্তান।