খুলনার রূপসা ঘাট টোলমুক্ত করার দাবিতে রবিবার (গতকাল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে হাজারো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘাট ব্যবহারকারী সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন। তাদের হাতে ছিলো নানা প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।বক্তারা অভিযোগ করেন, বর্তমান ইজারাদার আলী আকবরের নেতৃত্বে টোল আদায়ের নামে ঘাটে ব্যাপক চাঁদাবাজি চলছে। বিআইডব্লিউটিএ’র নির্দেশনা উপেক্ষা করে রোজার শেষ সময়ে টোল দ্বিগুণ করে নেওয়া হয়, যার ফলে ঈদপূর্ব এক সপ্তাহেই প্রায় অর্ধকোটি টাকা অতিরিক্ত আদায় করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
সাংবাদিক মাহবুবের উপর টোল ম্যানেজার জাহিদের হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ইজারাদারের পৃষ্ঠপোষকতাই এই অপশক্তিকে উৎসাহিত করছে।
মানববন্ধন শেষে নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ও খুলনার জেলা প্রশাসকের কাছে ২,২৫০ জনের গণস্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রনেতা ফাহাদ গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে টোল আদায় বন্ধ করে রূপসা ঘাটকে টোলমুক্ত ঘোষণা না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ভার ঘাট কর্তৃপক্ষকেই নিতে হবে।