খুলনা রূপসা উপজেলায় গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী পরাজিত প্রার্থীর মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদে নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবের পক্ষে সংবাদ সম্মেলন গত ১০ জুন বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাচন পরবর্তী সহিংসতা ও পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা তথ্য প্রদান করার প্রতিবাদে পাল্টা এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিব। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য ফ.ম আব্দুস সালাম, শিউলি সারওয়ার, রূপসা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন- আহবায়ক মোঃ মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি চেয়ারম্যান সরদার ওয়াহিদুজ্জামান মিজান, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, রূপসা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, আইচগাতি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফুজ্জামান মিঠু, আনিসুজ্জামান মিঠু, ইউপি সদস্য মাহফুজুর রহমান মাহফুজ, আলমগীর হোসেন শ্রাবণ, রেবেকা বেগম, আওয়ামী লীগ নেতা মোঃ ফরিদ শেখ, মোঃ বেনজীর হোসেন, মোল্লা মনিরুল ইসলাম, মামুন সেখ, যুবলীগ নেতা শামসুল আলম বাবু, সর্দার জসিম উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, খাইরুজ্জামান সজল প্রমুখ।