ভারতের লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সদস্য প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তরপ্রদেশের সম্ভলে যেতে দেয়নি রাজ্যের পুলিশ। বুধবার দিল্লি-উত্তরপ্রদেশের গাজীপুর সীমান্তে আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এই সতর্কতা অবলম্বন করা হয় বলে রাজ্য পুলিশ জানায়।
সম্ভলের জামে মসজিদে জরিপ করা নিয়ে সংঘর্ষ ও পুলিশের গুলিতে গত ২৪ নভেম্বর পাঁচজন নিহত হন। তার পর থেকে সেখানে বাইরের কোনো রাজনৈতিক নেতাকে যেতে দেওয়া হচ্ছে না।এদিকে এ নিয়ে আজ দিনভর দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অচল হয়ে পড়ে। দেখা দেয় ব্যাপক যানজট। সীমান্তে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কংগ্রেস নেতারা দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এনডিটিভি।