ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিন চলছে। রাশিয়ার বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করেছে। এ ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের আরও কয়েকটি মিত্র দেশ রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে, রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া। রুশ সীমান্তবর্তী এই দেশটি তাদের আকাশে রাশিয়ার বিমানসংস্থার উপর নিষেধাজ্ঞা দিয়েছে।শনিবার এক টুইট বার্তায় এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকেও এই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, এস্তোনিয়া রাশিয়ান এয়ারলাইন্সকে আমাদের আকাশসীমা থেকে নিষিদ্ধ করছে। আমরা সমস্ত ইইউ দেশকে একই কাজ করার জন্য আমন্ত্রণ জানাই। গণতান্ত্রিক আকাশে আগ্রাসী রাষ্ট্রের প্লেনের কোনো স্থান নেই।
এর আগে গত বৃহস্পতিবার রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লটকে ব্রিটেনে অবতরণ নিষিদ্ধ ঘোষণা করে যুক্তরাজ্য।
সূত্র: বিবিসি
পি এস/এন আই