অ্যালিস্টার কুকের টেস্ট সেঞ্চুরির সংখ্যা আগেই ছাড়িয়েছেন জো রুট। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে সেঞ্চুরির পথে তিনি কুককে ছাড়িয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন।
এছাড়া সেঞ্চুরির ইনিংস দিয়ে রুট ছাড়িয়ে গেছেন ব্রায়ান লারা, সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধানে ও ইউনূস খানের মতো কিংবদন্তি ব্যাটারদের।মুলতানে তিন টেস্টের সিরিজের প্রথমটিতে তৃতীয় দিন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩৬ রানে খেলছেন জো রুট। ১৪৭ টেস্টের ক্যারিয়ারে তিনি ৩৫তম সেঞ্চুরি পেয়েছেন। টেস্টে ৩৪টি করে সেঞ্চুরি আছে লারা, গাভাস্কার, ইউনূস খান ও জয়বর্ধানের। কুকের সেঞ্চুরি সংখ্যা ৩৩টি।
টেস্টে কুক ইংল্যান্ডের জার্সিতে ১২ হাজার ৪৭২ রান করেছেন। পাকিস্তানের বিপক্ষে রুট ৭১ রানের ইনিংস খেলতেই ছাড়িয়ে যান কুককে। টেস্টে এরই মধ্যে তার সাড়ে ১২ হাজার রান হয়ে গেছে।টেস্ট রানে রুটের ওপরে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়। ইংল্যান্ড ব্যাটার রুট ৮০০’র মতো টেস্ট রান করলে একে একে দ্রাবিড়, ক্যালিস ও পন্টিংকে ছাড়িয়ে যাবেন।