এ মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে গ্লোবাল সুপার লিগ। নতুন এই বৈশ্বিক টুর্নামেন্টে পাঁচ দেশ থেকে অংশগ্রহণ করছে পাঁচটি দল। এতে ইতিহাস গড়তে যাচ্ছে বিপিএলের দল রংপুর রাইডার্সও। প্রথমবার বাংলাদেশের কোনো ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিত্ব করতে যাচ্ছে দেশের বাইরে। এমন টুর্নামেন্টে অংশগ্রহণ দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করে বিসিবি৷
আজ শনিবার মিরপুরে এ নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান, টিম পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।
শুরুতেই ফাহিম বলেন, ‘সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা খুব ভিন্ন ধরনের একটা ঘটনা। বাংলাদেশের একটা দল গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, এমনটা আগে কখনও হয়নি। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। এটা একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের ক্রিকেটকে। রংপুর রাইডার্সকে অভিনন্দন। তারা এই মুহূর্তে যতগুলো দল ছিল, তাদের মধ্যে সেরা দল হিসেবেই এখানে যাচ্ছে। একটা পরীক্ষিত খেলোয়াড়দের নিয়ে, সংগঠিত একটা দল নিয়ে তারা যাচ্ছে। আমরা আশা করবো তারা ওখানে ভালো করবে।’
একই সাথে ফাহিম জানালেন রংপুর দল পুরো দেশের প্রতিনিধিত্ব করবে, ‘শুধু ভালো করাই না, এটা একটা অভিজ্ঞতা। আমাদের অনেক জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে যাচ্ছে। সবার জন্যই এটা একটা অভিজ্ঞতা হবে। রংপুর রাইডার্স শুধু তাদের প্রতিনিধিত্ব করছে তা না, তারা বিসিবিকে কিংবা তার চেয়েও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে এই টুর্নামেন্টে। আমি আশা করবো তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে। আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। রংপুর ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে ক্যারিবীয়ান দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস, পাকিস্তানের লাহোর কালান্দার্স ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার।