যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট ধরে উড়ছিল বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অথরিটি। নদীর উভয় তীরে উদ্ধার অভিযান চলছে।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েস্ট সাইড হাইওয়ে এবং স্প্রিং স্ট্রিটের পিয়ার৪০-এর কাছে জরুরি উদ্ধারকর্মীরা কাজ করছেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি হেলিকপ্টার পানিতে আংশিক ডুবে আছে এবং জরুরি কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।