মাইক্রোসফট কিনে নিতে পারে চীনের উদ্ভাবিত সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটক। কথাটি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিনতে ওত পেতে আছে প্রথম সারির বহু প্রযুক্তি নির্মাতা।
চীনের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া অ্যাপ কিনতে বৃহৎ কয়েকটি সংস্থার মধ্যে নিলাম-যুদ্ধ হোক, এমনটাই সুস্পষ্ট করে বলেছেন ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন কথাই তিনি বলেছেন।
যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবসা পরিচালন করা প্রায় অসম্ভব হতে চলেছে। ট্রাম্পের আগের মেয়াদে ও জো বাইডেনের মেয়াদে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধে কয়েক দফা পদক্ষেপ নেওয়া হয়।
জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের মালিকানাধীন টিকটক নিয়ে বারবার আপত্তি তুলেছে যুক্তরাষ্ট্র। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মূল সংস্থা বাইটডান্স। চীনা সংস্থা তাদের শেয়ার বিক্রি করে দিলে এবং সেই শেয়ার কোনো মার্কিন সংস্থা বা যুক্তরাষ্ট্রের বন্ধু দেশের কোনো সংস্থা কেনার শর্তে দেশটিতে টিকটক চলতে পারে বলে জানা গেছে।
এর আগে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ ও অফলাইন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই সিদ্ধান্ত বিশেষ নির্বাহী আদেশে সমূলে বদলে দিয়েছেন ট্রাম্প। সম্পূর্ণ বাতিল হওয়া থেকে ৭৫ দিনের মতো সময় পেয়েছে উল্লিখিত প্ল্যাটফর্ম। ইতিহাস বলছে, ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট, যিনি বাইটডান্সকে সরাসরি তাদের শেয়ার বিক্রির জন্য রীতিমতো চাপ প্রয়োগ করছেন।
খবরে প্রকাশ, ২০২০ সালে মাইক্রোসফটের কাছে গিয়েছিল বাইটডান্স, ওই সময়ে তেমন কিছুই ঘটেনি। তার পরে ওরাকলের কাছেও ধরনা দিয়েছিল বাইটডান্স। তখনও কিছু সুফল পায়নি প্ল্যাটফর্মটি। তবে চলতি পরিস্থিতি কিছুটা জটিল ও কঠিন রূপ ধারণ করেছে। সে অর্থে, যুক্তরাষ্ট্রে প্ল্যাটফর্মটির টিকে থাকার লড়াই আরও দুরূহ হয়ে পড়ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।
যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সব ধরনের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেয়। ঠিক এ কারণেই বৈরী সম্পর্কের দেশের তৈরি প্ল্যাটফর্মের কারণে নিজ দেশের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি নিতে নারাজ যুক্তরাষ্ট্র।