যশোর শিক্ষাবোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারে বোর্ডসেরা হয়েছে সাতক্ষীরা জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। শুক্রবার (২৮ জুলাই) সকালে যশোর শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এবারের এসএসসিতে যশোর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। এবার পাসের হারে যশোর বোর্ডসেরা হয়েছে সাতক্ষীরা জেলা। এই জেলায় এসএসসিতে পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ। আর ৯০ দশমিক ২১ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা জেলা। তবে তলানীতে রয়েছে নড়াইল জেলা। এই জেলায় পাসের হার ৮০ শতাংশ।
এছাড়াও যশোর বোর্ডের অন্য জেলাগুলোর মধ্যে যশোরে পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ, বাগেরহাটে ৮৬ দশমিক ০৬ শতাংশ, কুষ্টিয়ায় ৮৫ দশমিক ২১ শতাংশ, মেহেরপুরে ৮৩ দশমিক ৭৩ শতাংশ, চুয়াডাঙ্গায় ৮৩ দশমিক ৪৫ শতাংশ, ঝিনাইদহে ৮৩ দশমিক ০৪ শতাংশ ও মাগুরায় ৮০ দশমিক ৯৮ শতাংশ।