যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২৬টি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও পাঠদান বন্ধ করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার হল ও শ্রেনিকক্ষে প্রবেশে বাধা সৃষ্টি করেন। যে কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কমানো; নবনির্মিত ভবনের লিফট স্থাপন ও দুর্নীতিতে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বঙ্গবন্ধুর ছবি বিকৃতি মামলায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতিসহ ১২ দফা দাবিতে গত শনিবার বিকেল থেকে আন্দোলন শুরু করে ছাত্রলীগ। সংগঠনের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি দেন ছাত্রলীগ নেতারা।