যশোরে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করার ৮ ঘন্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছে। এসময় অপহরণ কারী অমিত নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার রাজাপুর পশ্চিমপাড়ার মিলন হোসেনের ছেলে।
এ ঘটনায় ১ জুলাই শুক্রবার দুপুরে সদর উপজেলার নোংগোরপুর বিশ্বাস বাড়ির মৃত সাইফুল ইসলামের স্ত্রী স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মা হালিমা বেগম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলা করেছেন।
মামলায় হালিমা বেগম উল্লেখ করেন,তার মেয়ে রিতি খাতুন (১৩) খাজুরা এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে পড়া লেখা করে। সে স্কুল যাওয়া আসার পথে বখাটে যুবক অমিত দীর্ঘ দিন পূর্ব হতে উত্যক্ত করাসহ জোর পূর্বক বিয়ের জন্য কু-প্রস্তাব দেয়। মেয়ে অমিতের কু-প্রস্তাবে রাজী না হলে অপহরণ করার হুমকি দেয়। বিষয়টি স্কুল পড়ুয়া শিক্ষার্থী তার মাকে বিষয়টি জানালে বাদি আসামীকে নিষেধ করে। এতে অমিত ক্ষিপ্ত হয়ে বাদির মেয়েকে অপহরনের সুযোগ খুজতে থাকে।
বাদির মেয়ে তার বাড়ি হতে গতকাল শুক্রবার ১ জুলাই সকালে ভ্যান যোগে মামার বাড়ি হুদার মোড়ে যাওয়ার সময় সকাল সোয়া ৬ টায় হুদার মোড় তিন রাস্তার মোড়ে ভ্যান থেকে নামার সাথে সাথে উক্ত আসামী অমিত বাদির মেয়েকে ফুসলিয়ে একটি নাম্বার বিহীন মোটর সাইকেল যোগে দ্রুত পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়ে মনোহরপুরের দিকে চলে যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করার পর ইছালী পুলিশ ক্যাম্পের এসআই মোকাররম আলী দুপুর সোয়া ২ টায় সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে অমিতকে গ্রেফতার ও অপহৃত রিতি খাতুনকে উদ্ধার করে।
এসআই