যশোরে ফেনসিডিলের মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে একটি আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, শহরের চাঁচড়া রায়পাড়ার আব্দুর রহিমের ছেলে শুকুর আলী, মৃত হালিম আহম্মেদের ছেলে ফিরোজ আহম্মেদ ও মোসলেম উদ্দিনের ছেলে সোহাগ। সোমবার অতিরিক্তি দায়রা জজ ৩য় আদালতের বিচারক এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সকল আসামি কারাগারে আটক আছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাাদুজ্জামান।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১১ সালের ২১ মে দিবগত রাতে র্যাব-৬ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালয়ে শুকুর আলী, ফিরোজ আহম্মেদ ও সোহাগকে আটক করে। ভোরে তাদের স্বীকারোক্তিতে রায়পাড়া মাদ্রাসা রোডের ব্রাক স্কুলের পাশে মাটিতে পুতে রাখা ৮০০ বোতল ফেনডিসিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি আমির হোসেন বাদী হয়ে আটক তিন জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই তিনজনকে অভিযুক্ত করে ২০১২ সালের ২৩ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই ওহিদুজ্জামান। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেসে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
আসামিদের আইনজীবী আলীমুজ্জামান লিটন জানিয়েছেন, ন্যায় বিচারক থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতে আপিল করা হবে। আপিলে আসামিরা খালাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।