যশোরের চাঁচড়া মৎস্য ভবনের পুকুরপাড়ে এক নারীকে সাপে কামড় দিয়েছে। তাকে পরিবারের লোকজন জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সর্প দংশনে অসুস্থ নারীর নাম খাদিজা বেগম (৩৫)। তার বাড়ি চাঁচড়া ডালমিল এলাকায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি চাঁচড়ার মৎস্য ভবনে কাজ করেন। শনিবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে মৎস্য ভবনের পুকুরপাড় দিয়ে যাবার সময় তাকে একটি সাপে কামড় দেয় এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে চিকিৎসক তালিমুল হক রাকিব জানান, হাসপাতালে তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনো তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। পর্যবেক্ষণে রাখা হয়েছে।