এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কমেছে। গতবছর সর্বোচ্চ ফলাফলে দেশসেরা অবস্থানে থাকলেও এবার তা হারিয়েছে। এতেও সন্তুষ্টি প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।
ফলাফল অনুযায়ী, বোর্ডের পাসের হার ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। গতবার এ বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। পাসের হার কমেছে ১৪ দশমিক ১৬ এবং জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ২ হাজার ১৭৫।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সমীর কুমার কুন্ডু বলেন, করোনা মহামারির কারণে ২০২১ সালে প্রত্যেক বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল। এ জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে অনেক সময় ধরে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল। এ বছর আইসিটি ব্যতীত সব বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে। এ কারণে গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি কিছুটা কমেছে।
তিনি আরও বলেন, এ ফলাফলে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের যেসব পদক্ষেপ আছে সেগুলো অব্যাহত রাখবো। ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চাই।