রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এসব উদ্ধার করেছে র্যাব-২। পরে সেগুলো মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানায়, গত ৫ আগস্ট রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শটগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অস্ত্রগুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।