পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে মোংলা বন্দরে সকল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। বন্দরে কর্মরত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী, আনসার, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী ও বন্দরের আওতাধীন মসজিদগুলোর ইমাম-মোয়াজ্জেম মিলে সর্বমোট ১২০০ কর্মচারীদের মাঝে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল মিনিকেট চাউল, পোলাও চাল, ডাল, চিনি, তেল, সেমাই ও গুড়ো দুধ। শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী কর্মচারীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. একেএম. আনিসুর রহমান, সচিব ও পরিচালক প্রশাসন (ভারপ্রাপ্ত) কালাচাঁদ সিংহ সহ বন্দরের বিভাগীয় প্রধানগন, সিবিএ নেতৃবৃন্দ ও মোংলা বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এই প্রথমবারের মত ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার দেওয়া হলো। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সবাইকে নিয়ে ভালো থাকার জন্যই এই ক্ষুদ্র প্রয়াস, আগামীতেও এধারা অব্যাহত থাকবে। কর্মচারীরা হচ্ছে বন্দরের প্রাণশক্তি। আমরা সম্মিলিত ভাবে কাজ করলে এ বন্দরের সফলতা অর্জন করা একেবারেই সহজ, তাই বন্দরের উন্নয়নের জন্য সকলকে দলবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এ বন্দর চেয়ারম্যান।