জাতীয় দলে টানা মার্টিনোর অধীনে খেলেছেন লিওনেল মেসি। তার অধীনে বার্সেলোনায়ও খেলার অভিজ্ঞতা আছে লিও’র। ওই মার্টিনোকে ইন্টার মায়ামির কোচ হিসেবে পেয়েছিলেন মেসি। কিন্তু ব্যক্তিগত কারণে এই আর্জেন্টাইন কোচ যুক্তরাষ্ট্রের ক্লাবটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
ওই ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন বার্সেলোনা ও জাতীয় দলে মেসির সতীর্থ থাকা হাভিয়ের মাশ্চেরানো। সব ঠিক থাকলে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নেবেন সাবেক এই সেন্ট্রাল ব্যাক কাম ডিফেন্সিভ মিডফিল্ডার।সংবাদ মাধ্যম দাবি করেছে, ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন মাশ্চেরানো। তবে চলতি বছর মেসিদের কোন ম্যাচ না থাকায় আগামী বছরের শুরুতে দায়িত্ব নেবেন তিনি।
মাশ্চেরানো এর আগে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচিং করিয়েছেন। তার অধীনে বয়সভিত্তিক দলটি প্যারিস অলিম্পিকে জায়গা করে নেয়। এছাড়া বয়সভিত্তিক দলকে শিরোপাও জিতিয়েছেন তিনি। ৪০ বছর বয়সী মাশ্চেরানো ২০০৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন। বার্সার যোগ দেওয়ার আগে লিভারপুল ছিলেন তিন মৌসুম।