সুযশ ‘চাঙ্কি’ পান্ডে বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা। তিনি বলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে ৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি।
চাঙ্কি পান্ডে ও ভাবনা পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। ১৯৯৮ সালে মুম্বাইয়ে জন্ম নেওয়া অনন্য পান্ডেও বলিউড অভিনেত্রী। স্টুডেন্ট অব দ্য ইয়ার-২ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু অনন্যার।সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অনন্যা পান্ডেকে নিয়ে ট্রল করেন। তাদের দাবি, তারকার সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন অনন্যা পান্ডে।তবে অনন্যার স্পষ্ট বক্তব্য, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই, এটা নিয়ে লজ্জাও পান না তিনি।
সম্প্রতি রিলিজ পেয়েছে অনন্যা পান্ডের Call Me Bae সিরিজ। এই সিরিজে অভিনয় করে ভূয়সী প্রশংসা পেয়েছেন তিনি। মেয়ের অভিনয় দেখে মুগ্ধ অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডেও।সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডের সঙ্গে ছিলেন তার বাবা চাঙ্কি পাণ্ডেও। অকপটে তিনি বলেন, অভিনেত্রী হিসেবে উচ্চ কণ্ঠস্বর মানানসই নয়।
অনন্যা তার বাবাকে চ্যাট শোয়ে জিজ্ঞাসা করেন, অভিনেত্রী হিসেবে তিনি কেমন? চাঙ্কি পাণ্ডে মজা করে বললেন, ‘অন স্ক্রিন না বাড়িতে? মা তো ভাবে আমি অন স্ক্রিনের থেকে বাড়িতে ভালো অভিনয় করি।’এই কথা শুনে হাসেন বাবা-মেয়ে দুজনেই। এরপর অনন্যা বলেন, ‘আমার আর বাবার মধ্যে ঝামেলা হলে মা বলেন, এটা সিনেমার জন্য রেখে দেও।’
‘কল মি বে’ সিরিজে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছেন অনন্যা। মেয়ের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন বাবাও। এমন কাজ তো তিনি নিজে একজন অভিনেতা হিসেবে করেছেন বলে মনে করতে পারছেন না। মেয়ের অসাধারণ প্রতিভার পরিচয় পেতেই ডিএনএ টেস্ট করতে চাইলেন অনন্যার বাবা চাঙ্কি পাণ্ডে।