সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শুরু হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈলের আদালতে আসামি পক্ষের আইনজীবীগন যুক্তিতর্ক শুরু করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানিয়েছেন, যুক্তিতর্কের প্রথম দিন রবিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ রেজাউর রহমান, পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম, এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর, এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট মোজাফফর আহমদ ও এডভোকেট জিয়াউদ্দীন আদালতে যুক্তিতর্ক তুলে ধরেন। পরে আসামি এপিবিএন এর বরখাস্ত হওয়া তিন সদস্যের পক্ষে এডভোকেট মোহাম্মদ জাকারিয়া এবং এই মামলায় আসামি হওয়া পুলিশের তিন সোর্সের পক্ষে এডভোকেট শামসুল আলম তাদের যুক্তিতর্ক শুরু করেন।
আজ অপরাপর আসামিদের পক্ষে আইনজীবীগন যুক্তিতর্ক তুলে ধরবেন। এর আগে, সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওসি প্রদীপ কুমার দাসসহ এ মামলার ১৫ জনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
পিএসএন/এমআই