শরণখোলা প্রতিনিধি
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে শরণখোলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শরণখোলা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আজমল হোসেন মুক্তা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম সাইফুল ইসলাম খোকন, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, উপজেলা আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান তালুকদার, শেখ মোহাম্মদ আলী, ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান আছাদ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, মুজিব নগর সরকার গঠন ছিলো সময়ের সঠিক ও সাহসী পদক্ষেপ। যার ফলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও শৃঙ্খলার পাশাপাশি জাতি সেদিন সঠিক দিক নির্দেশনা পেয়েছিল। তারা আরো বলেন, জেলের অভ্যন্তরে জাতীয় ৪ নেতাকে বর্বরোচিত হত্যাকান্ডের বিচারের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা জাতিকে দায়মুক্ত করেছেন।
এর আগে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় ।
Leave a comment