স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেন, আগামিকাল থেকে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক প্রোগ্রাম যেগুলো করা হয় সেগুলো আর করতে দেওয়া হবে না। সেগুলো সীমিত করা, বন্ধ করা এবং নিরুৎসাহিত করা হচ্ছে। মাস্ক পড়তে হবে প্রতিটা ক্ষেত্রে। যদি না পড়ে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জরিমানা করা হবে এমনকি জেল পর্যন্ত হতে পারে।
বুধবার (১২ জানুয়ারি) এম আই এস স্বাস্থ অধিদপ্তরের কম্পিউটার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন সরকার ঘোষণা দিয়েছে, কেবিনেট থেকে ঘোষণা হয়েছে ১১ দফা নির্দেশনা। তার মধ্যে মূল বিষয়টি হলো যেন করোনা না বাড়ে। বর্তমানে সারাবিশ্বে যেভাবে করোনা বেড়ে যাচ্ছে, বিশেষ করে ওমিক্রনে সারা বিশ্বে প্রতিদিন এক থেকে দেড় লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। যত বেশি লোক আক্রান্ত হবে তত বেশি লোক হাসপাতালে আসবে। তাতে হাসপাতালের ওপর বিরাট চাপ পরবে মৃত্যুর হার বাড়বে।
তিনি বলেন, আগামীকাল থেকে বিধি নিষেধগুলো বাস্তবায়ন করা শুরু হবে। তার মধ্যে উল্লেখযোগ্য দিকগুলো হলো দোকানপাট আটটার মধ্যে বন্ধ হতে হবে, যানবাহনে অবশ্যই মাস্ক পড়তে হবে। মাস্ক ছাড়া কেও যানবাহনে উঠবেন না। আরেকটা বিষয়, এ মুহূর্তে ভ্রমনকে নিরুৎসাহিত করা হচ্ছে। ভিড় এড়িয়ে যেতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনা শনাক্ত আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। যা আজ থেকে দশ পনেরো দিন আগেও ছিল দুইশ, আড়াইশো, তিনশো। গতকাল ছিল আড়াই হাজার আর আজ প্রায় তিন হাজারের কাছাকাছি। এই লোকগুলো একটা পার্সেন্ট হারে কিন্তু হাসপাতালে আসবে। তখন আমাদের ধারণ ক্ষমতা পার হয়ে যাবে। আবার আগের মত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে।
পিএসএন/এমঅাই