এবার মাদক-কাণ্ডে আটক হলেন বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর। রোববার (১২ জুন) রাতে বেঙ্গালুরুর একটি বিলাসবহুল হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ছয় ব্যক্তিকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যমকে বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, সিদ্ধান্ত সেখানে আমন্ত্রিত ছিলেন ডিজে হিসেবে। তবে তিনিও ওই পার্টি চলাকালীন মাদক নিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পরে সিদ্ধান্তকে মাদকের পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।
বেঙ্গালুরু সিটির পূর্ব বিভাগের ডিসিপি ড. ভীমশঙ্কর এস. গুলেদ বলেন, ‘আটককৃতরা মাদক গ্রহণ করেছেন কি না—তা জানার জন্য পরীক্ষা করানো হয়েছে। তাতে সিদ্ধান্তের রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে এখন উলসুর থানা হেফাজতে রাখা হয়েছে।’
তবে ছেলেকে গ্রেফতারের ঘটনা অস্বীকার করেছেন কিংবদন্তি অভিনেতা শক্তি কাপুর। তার দাবি, ‘আমি শুধু একটি কথাই বলতে চাই, এটি সম্ভব নয়।’
এর আগে ২০২০ সালে শক্তির কন্যা শ্রদ্ধাকেও মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। সুশান্ত সিং রাজপুত-মৃত্যু মামলায় তখন বলিউডে মাদকচক্র নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় সংস্থাটি।
পি এস/এন আই