শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মাদক ও মোবাইল আসক্তি কমাতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। যুব সমাজ কে খেলাধুলার মধ্যে ব্যাস্ত রাখতে হবে।
মঙ্গলবার বিকালে শরণখোলা উপজেলার চালিতাবুনিয়া স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এ কথা বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, শরনখোলা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ওয়াদুদ আকন, শেখ আসাদ, সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লাহ সানি, সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম আকন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইমরান হোসেন রাজিব, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মাহফুজ হোসেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন খলিল, বিআরডিবি’র চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সুন্দরবন দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহীন হাওলাদার, জাতীয় শ্রমিক লীগের সভাপতি হেলাল তালুকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ।
টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় রায়েন্দা বাজার খেলাঘর একাদশ সাডেন ডেথ এর মাধ্যমে ৬-৫ গোলে তাফালবাড়ি বাজার একাদশ কে পরাজিত করে।
টুর্নামেন্টের আয়োজক চালিতাবুনিয়া স্পোর্টস ক্লাবের সভাপতি ছাত্রনেতা আারিফ মুন্সী জানান,টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহণ করেছিল।