বর্ষায প্রকৃতি সজীব হয়ে হয়ে ওঠে। তবে সমস্যা বাড়িয়ে দেয় চুল ও ত্বকের। অনেকেরই মাথার ত্বকে চুলকানি ও চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এসব সমস্যা দূর করতে ঘরোয়া প্রতিকার বেছে নিতে পারেন।
কী করবেন
মাথার ত্বকে নারকেল তেল ম্যাসাজ করুন। বর্ষাকালে মাথার ত্বক অনেক সময় শুষ্ক হয়ে হয়ে যায়। নারকেল তেল মাথার ত্বকে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় বর্ষাকালে মাথার ত্বক থেকে ফ্লেক্স উঠে আসে। এই তেল ব্যবহার করলে সেই সমস্যাও কমে।
মাথার ত্বকের চুলকানি কমাতে ব্যবহার করুন অ্যাপেল সিডার ভিনেগার। এতে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবায়াল ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণ থাকায় নিয়মিত ব্যবহারে মাথার ত্বকে চুলকানি ভাব কমে অনেকটাই। তবে অ্যাপেল সিডার ভিনেগার সরাসরি মাথার ত্বকে ব্যবহার করবেন না। ৫০ মিলি পানিতে ১ চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে আলতো করে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিন। ১৫ মিনিট রেখে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
টি ট্রি অয়েল দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করলেও মাথার ত্বকের চুলকানির সমস্যা কমে যাবে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাথার ত্বকের যেকোন ধরনের চুলকানি কম করতে সাহায্য করে।
বর্ষাকাল এমনিতেই স্যাঁতস্যাঁতে। তাই শ্যাম্পু করার পরের বা গোসলের পরে চুল ভাল করে শুকোতে ভুলবেন না। বিশেষ করে ভিজে চুল বাঁধবেন না। এতে খুশকির সমস্যা বেড়ে যেতে পারে। চুল পড়ে যাওয়াও বেড়ে যাবে।
এই সময় চুল ভালো রাখতে সালফেট বিহীন শ্যাম্পু ব্যবহার করুন। এই উপাদান মাথার ত্বক পিউরিফাই করতে সাহায্য করবে। নির্জীব চুলকে দেয় পুষ্টি। প্রাণহীন চুলে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা।