মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে হাইনরিখ ক্লাসেনকে আউট করে আইপিএলে ব্যাক্তিগত উইকেট সংখ্যা ১৭০ পৌঁছান। তাতেই মুম্বাই ইন্ডিয়ান্সের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শ্রীলঙ্কান কিংবদন্তি মালিঙ্গার পাশে বসেছেন।
বুমরাহ এই কীর্তি গড়েছেন ১৩৮টি ম্যাচ খেলে, যেখানে মালিঙ্গা ১৭০ উইকেট নিয়েছিলেন মাত্র ১২২ ম্যাচে। যদিও এই ম্যাচে বুমরাহ ছিলেন দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার (১/৩৯), তবুও ক্লাসেনের গুরুত্বপূর্ণ উইকেটটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ক্লাসেন তখন ৪৪ বলে ৭১ রানের এক ঝড়ো ইনিংস খেলে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তুলছিলেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় বুমরাহ ও মালিঙ্গার পর আছেন হরভজন সিং (১২৭ উইকেট), মিচেল ম্যাকক্লেনাঘান (৭১) এবং কাইরন পোলার্ড (৬৯)।
এছাড়াও বুমরাহ গড়েছেন আরেকটি বড় রেকর্ড। এদিকে বুমরাহ তিনশ উইকেট পেয়েছেন মাত্র ২৩৭ ইনিংসে। পেসারদের মধ্যে তার চেয়ে দ্রুততায় এই মাইলফলক ছুঁয়েছেন মাত্র দুইজন। তারা হচ্ছেন, অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই (২০৮ ইনিংস) এবং শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা (২১৭ ইনিংস)। বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন ২৪১ ইনিংসে। ফলে তাকে পেছনে ফেললেন বুমরাহ।
সবচেয়ে কম ম্যাচ খেলে ৩০০ টি-টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় পেসার। মাত্র ২৫৯ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি, ভেঙেছেন যুজবেন্দ্র চাহালের ২৬৫ ম্যাচের পুরনো রেকর্ড। ভারতীয় পেসার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনশের মাইলফলকে দ্বিতীয়।
আর পেস-স্পিন মিলিয়ে ভারতের পঞ্চম বোলার হিসেবে তিনশ বা তার বেশি উইকেটের কীর্তি গড়লেন তিনি। আগের চার জন হলেন যুজবেন্দ্র চাহাল (৩৭৩), পীযুষ চাওলা (৩১৯) ভুবনেশ্বর কুমার (৩১৮) ও রবিচন্দ্র অশ্বিন (৩১৫)।