ঢাকাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্র ‘মাস্তুল’ এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল। রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত ‘মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির বিশ্বপ্রিমিয়া
বাংলাদেশি নির্মাতা ইমরাউল রাফাত পরিচালিত এই ছবিতে উঠে এসেছে ঢাকা শহরের নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবনের বাস্তবতা ও সংগ্রামের গল্প। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ফারিয়া শবনমসহ আরও অনেকে।
‘মাস্তুল’ প্রিমিয়ারের সময় রাশিয়ান দর্শক ও সমালোচকরা সিনেমাটিকে ভিন্নধর্মী ও আবেগঘন বলে আখ্যায়িত করেন। চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের আন্তর্জাতিক প্রতিনিধিত্বে নতুন মাত্রা যোগ করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিচালক রাফাত বলেন, “ঢাকার গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। এই সিনেমা আমাদের শহরের একান্ত অনুভব।”
‘মাস্তুল’-এর এই আন্তর্জাতিক যাত্রা বাংলাদেশের সিনেমার জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবেই ধরা হচ্ছে।