একসময় পর্দায় নিয়মিত হলেও এখন খুব একটা দেখা মিলে না একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীর। তবে মাঝে মাঝে বিজ্ঞাপনচিত্র ও ভালো গল্পে হাজির হতে দেখা যায় তাকে। এদিকে পর্দায় নিয়মিত না হলেও সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ সক্রিয় তিনি।
এ অভিনেতা ফেসবুকে বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলে থাকেন। এ কারণে অনেক সময় শিরোনামেও জায়গা করে নেন। এবারও তেমনই এক ঘটনা ঘটেছে। যদিও কিছুটা ব্যতিক্রম। হঠাৎ মধ্যরাতে ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন ওমর সানী।
সোমবার (৮ জুলাই) দিবাগত মধ্যরাতে ভেরিফায়েড প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি…।’
তবে স্ট্যাটাসটি ঠিক কার উদ্দেশ্যে বা কাকে ইঙ্গিত করে দিয়েছেন এ অভিনেতা, সেটি উল্লেখ না করা রহস্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে নেটিজেনদের মনে। এ জন্য তারা মন্তব্যের ঘরে নানা ধরনের প্রশ্ন করছেন ওমর সানীকে।
এদিকে এ চিত্রনায়ক জানিয়েছেন, তার ছেলের সঙ্গে ব্যবসায় যে প্রতারণা করেছিল। সেই মামলা আছে এবং অন্য একজনকে কিছু টাকা ধার দিয়েছিলেন। পরিমাণে অল্প হলেও তার সামর্থ্য আছে। তিনি চাইলে ১০ মিনিটের মধ্যেই সেই টাকা ফেরত দিতে পারেন। এরপরও দিচ্ছেন না। বরং উল্টা আরও হুমকির সুরে কথা বলছে।
ওমর সানী বলেন, বিষয়টি নিয়ে আমি আদালত পর্যন্ত আসতাম না। কিন্তু যখন দেখলাম হুমকির সুরে কথা বলল, তখন মনে হয়েছে পৃথিবীতে এসেছি একবার, যাব একবার। এ কারণে মামলা করেছি। তবে যার বিরুদ্ধে মামলা করেছেন, তার সম্পর্কে কিছু জানাননি। বলেন, তিনি আমাদেরই একজন, ছোট ভাইয়ের মতো।