কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে রোববার মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।
রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ চলে রাত ২টা পর্যন্ত। পরে শিক্ষার্থীরা হলে ফিরে যান।
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করছেন।
রোববার (১৪ জুলাই) বিকেলে চীন সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে প্রশ্ন তোলায় কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে? এটি দেশবাসীর কাছে আমার প্রশ্ন।
গত রাতে সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল, খান বাহাদুর আহছানউল্লা হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকশ’ শিক্ষার্থী ক্যাম্পাসে বের হয়ে বিক্ষোভ মিছিল করছেন। এ সময় তাদের ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’। ‘চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার’ এমন সব স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, দেশের অধিকাংশ মানুষ, বীর মুক্তিযোদ্ধারাও কোটা চায় না। দেশের মানুষ চায় মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগ হোক।