ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নতুন বছরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
এ সময় অর্থ উপদেষ্টা বলেন, তিন তারকা হোটেলের ক্ষেত্রে এই ভ্যাট কার্যকর হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন অর্থবছরে ব্যাংকিং খাতসহ অর্থনীতিতে স্বস্তি ফিরবে। বিমান ভাড়া কিছুটা বাড়বে বলা হলেও তা অনেক দেশের চেয়ে কম উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কমবে না, বরং বাড়বে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, তিন তারকার ওপরের রেস্টুরেন্টসহ ৪৩ ধরনের পণ্য ও সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে না। জিনিসপত্রের দামের ওপর তেমন প্রভাব পড়বে না। কারণ শুল্ক প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে।
ভ্যাট বাড়ানোর পরিকল্পনা সরকারের, যেসব খাতে বাড়তে পারে খরচভ্যাট বাড়ানোর পরিকল্পনা সরকারের, যেসব খাতে বাড়তে পারে খরচ
বিমান ভাড়ার ওপর ভ্যাট কিছুটা বাড়ানো নিয়ে তিনি বলেন, ‘এর কারণ, অনেক দেশের চেয়ে ভাড়া এখনো কম। শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ কমবে না, বরং বাড়তে পারে। তবে রাজস্ব আদায়ের হার এখনো অনেক কম, সেদিকে নজর দেওয়া হচ্ছে।’
হঠাৎ করে ইনকাম ট্যাক্স ও কোম্পানি ট্যাক্স বাড়ানো সম্ভব না উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তাই চিন্তা-ভাবনা করেই ভ্যাট বাড়ানো হয়েছে।’