ভুটানের নারী লিগে অংশ নিতে আজ দেশ ছেড়েছেন বাংলাদেশ নারী দলের আরও পাঁচ ফুটবলার। তবে ওয়ার্ক পারমিট না হওয়ায় আপাতত দলের সঙ্গে যেতে পারেননি কৃষ্ণা রাণী সরকার। সব ঠিক থাকলে আগামী ১৭ এপ্রিল তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
আজ যারা ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন তারা হলেন সানজিদা আক্তার, রুপনা চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র। এর আগেই, ৬ এপ্রিল থিম্পু পাড়ি জমিয়েছেন পারো এফসিতে খেলা নিশ্চিত করা চার ফুটবলার—সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।
ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে থিম্পু সিটির হয়ে মাঠে নামবেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার।
আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাওয়া ভুটান লিগে বাংলাদেশের ১০ নারী ফুটবলারের অংশগ্রহণ দেশের ফুটবলে নতুন এক মাইলফলক। এর আগে কখনও একসঙ্গে এত সংখ্যক নারী ফুটবলার বিদেশি কোনো লিগে খেলতে যাননি।