ভারতে প্রতিদিন ভাঙছে শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরো ১৭শ ৬১ জন।যা গত বছরের ১৬ জুনের পর সর্বোচ্চ। সে সময় দুই হাজার ৬ জনের মৃত্যু হয়।
সবশেষ ছয়দিন শনাক্ত হচ্ছে দুই লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত আরো ২ লাখ ৫৯ হাজার।
মঙ্গলবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
করোনায় মৃত্যুতে এদিন বিশ্বে শীর্ষে অবস্থান করছে ভারত। ব্রাজিলে মারা গেছে ১৬শর বেশি।
ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। এদিন আক্রান্ত প্রায় ৬০ হাজার। মৃত্যু হয়েছে ৩৫১ জনের। দিল্লিতে লকডাউন শুরুর পর পরই একদিনে মৃত্যুতে রেকর্ড হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ২৪০ জনের। শনাক্ত হয়েছে আরো প্রায় সাড়ে ২৩ হাজার।
বর্তমানে দেশটিতে কোভিডে ভুগছে ২০ লাখের বেশি রোগী। ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১ কোটি ৫৩ লাখের বেশি। মোট মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৮০ হাজার। আক্রান্তের দিক দিয়ে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।